এগিয়ে এরদোয়ান
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পিএম, ২৮ মে ২০২৩ রোববার
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ফলাফলে রিসেপ তাইয়েপ এরদোয়ানের এগিয়ে থাকার কথা জানাল দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল। আজ রোববার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রধান নির্বাচন কর্মকর্তা আহমেত ইয়েন জানান, এখন পর্যন্ত ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ৫৪ দশমিক ৪৭ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৫ দশমিক ৫৩ শতাংশ।
তিনি বলেছেন, দুই কোটি ৬০ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এটি তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের সরকারিভাবে ফলাফল জানানোর প্রথম ঘোষণা।
তবে অন্যদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এখন পর্যন্ত ৯০ শতাংশের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ৫২ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়েছেন এরদোয়ান। অন্যদিকে তার তুমুল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৩৯ শতাংশ।