কুমিল্লায় হত্যা মামলায় দুইজনের ফাঁসির দণ্ডাদেশ
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার
কুমিল্লায় পৃথক হত্যা মামলায় রবিউল এবং আব্দুল জলিল নামে দুই আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে চান্দিনা উপজেলার জরুন্ডা গ্রামে ১১ বছর বয়সি মাসুদকে মাহফিল থেকে ডেকে আলুখেতে নিয়ে জোরপূর্বক বলৎকার করে আসামি রবিউল ইসলাম। মাসুদ বিষয়টি সবাইকে অবহিত করার কথা বললে লুঙ্গি ছিঁড়ে গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে ঘাতক। এ মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন বিচারক।
অপরদিকে ২০০৯ সালে চান্দিনায় মুজিবুর রহমানের বাড়িতে কয়েকজন ডাকাত ঢুকে। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে পরিবারের সদস্যরা ডাকাতদের ধাওয়া করে। একপর্যায়ে মুজিবুর ডাকাত দলের সদস্য জলিলকে পেছন থেকে জড়িয়ে ধরলে ঘাতক জলিল মুজিবুরকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় প্রদান করা হয়।
রায় শুনানির সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি জলিল পলাতক রয়েছেন।