অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের পথে ৮ জাহাজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫২ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার   আপডেট: ১১:০৮ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার

কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নেওয়ার পর শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ১ হাজার ৬৪৫ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসান চরের পথে যাত্রা শুরু হয়েছে। নৌ বাহিনীর ও কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার সকাল ১০ টা ১৫ মিনিটে ৮ টি জাহাজ একযোগে ভাসানচরে উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।

সকাল ৯ টা থেকে জাহাজ উঠতে শুরু করেন স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা।

এদিন চট্টগ্রামে তিনটি ঘাট দিয়ে তাদেরকে জাহাজে তুলেছেন নৌবাহিনীর সদস্যরা। এদিকে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রার আগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে সকল রোহিঙ্গার স্বাস্থ্যপরীক্ষা করা হয়।

এর আগে বৃহস্পতিবার  কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর ভাসানচরে নিতে এই রোহিঙ্গাদের ২০টি বাসে চট্টগ্রামে নিয়ে আসা হয়। রাতে তাদের  রাখা হয় বাংলাদেশ নৌবাহিনী রেডি রেসপন্স বাথ ও বিএএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ‘ট্রান্সজিট ক্যাম্পে’।