ভাইরাল হওয়া ছবি আসল না নকল, জানবেন যেভাবে
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার
ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলিতে ফটো শেয়ার করেই মানুষ একে অপরকে জানিয়ে দিচ্ছে কে, কখন, কোথায় আছে, কী করছে, সবকিছুই। কিন্তু ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সময়ে, যে কোনও কিছু খুব দ্রুত ভাইরাল হয়। ফটোশপের মাধ্যমে বা যেকোনও অনলাইন টুলের মাধ্যমে ফটো এডিট করে, নকল ছবি তৈরি করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।
সেই নকল ছবি ধীরে-ধীরে ফরোয়ার্ড হতে থাকে। আর মানুষ ভুল তথ্য পেতে শুরু করে। কিন্তু কিছু উপায় আছে যার মাধ্যমে জাল ছবি চিনতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক সেইসব উপায়।
গুগল লেন্স ব্যবহার করা:-
অনলাইন কন্টেন্ট চেক করার জন্য লেন্স হল গুগলের সেরা টুল।
১) ক্রোম চেক করতে, ইমেজে রাইট-ক্লিক করুন এবং ‘Search image with google’ নির্বাচন করুন।
২) গুগল লেন্স আপনাকে সেই ছবি সম্পর্কে বিস্তারিত জানাবে। কিন্তু আপনি যদি ছবিটির আগের উৎস খুঁজে বের করতে আগ্রহী হন, তাহলে আপনাকে প্রথম দিকের তারিখে স্ক্রোল করে সার্চ রেজাল্ট অপশনে যেতে পারেন।
৩) গুগল লেন্স আপনাকে কোনও লেখা অন্য ভাষায় অনুবাদ করতেও সহায়তা করে, যেমন একটি ফটোতে একটি রাস্তা বা দোকানের নাম রয়েছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না নামটা কি লেখা, সেক্ষেত্রে আপনি অনুবাদ করে নিয়ে দোকানের নামটি দেখতে পারেন।
ইয়ানডেক্স একটি পদ্ধতি:-
গুগল লেন্স ছাড়াও, ফটো ট্রেস করার জন্য একটি দরকারী টুল হল ইয়ানডেক্স। এটি ফটোতে অবস্থান, বা কোনও ধরনের পরিবর্তন করা হয়েছে কিনা তা জানতে সাহায্য করতে পারে।
১) আপনি যে ফটোটি আপনার মোবাইল ডিভাইস বা ল্যাপটপে যাচাই করতে চান সেটিকে সেভ করুন।
২) ছবির লিঙ্ক/ইউআরএলও ব্যবহার করতে পারেন।
৩) পেজটি খোলার পরে, আপনাকে ‘Image আইকনে চাপতে হবে।
৪) এর পরে, সামনের ক্যামেরা আইকন চাপুন। এর পরে, যে পেজটি খুলবে, তাতে আপনি ফটো আপলোড করার অপশন পাবেন। এখানে আপনি URL সার্চ বক্সে ছবির লিঙ্ক পেস্ট করতে পারেন।
৫) এর পরে আপনাকে Search বোতামে ক্লিক করতে হবে। তাহলেই ছবিটি আসন না নকল জানতে পরে যাবেন।