নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৪
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ৫ মে ২০২৩ শুক্রবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আলমগীর হোসেন (৩৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় সাতজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তাদের মধ্যে শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয় ওই দিনই। এ ছাড়া মো. ইলিয়াস (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয় বৃহস্পতিবার (৪ মে) রাতে।
শুক্রবার সকালে নিয়ন (২০) নামে আরও একজনের মৃত্যু হয়।
বিস্ফোরণের এ ঘটনায় চিকিৎসাধীন আরও তিনজন। তারা হলেন— মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. জুয়েল (৩৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, আজ দুপুরে আলমগীর হোসেন নামে আরও এক যুবক চিকিৎসাধীন মারা গেছে। এর আগে এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল।