অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পিএসজিতে নিষিদ্ধ হলেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০১ এএম, ৩ মে ২০২৩ বুধবার  

পিএসজির সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেননি লিওনেল মেসি। প্যারিসের ক্লাবটিতে আর্জেন্টাইন মহাতারকার ভবিষৎ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এরমধ্যেই মেসিকে শাস্তি দিল ফরাসি জায়ান্টরা। বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় বিশ্বজয়ী কিংবদন্তিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস ও লেকি’পে বিষয়টি নিশ্চিত করেছে। নিষেধাজ্ঞার কারণে আগামী ১৪ দিন ক্লাবের হয়ে খেলতে পারবেন না, এমনকি মেসি যোগ দিতে পারবেন না অনুশীলনেও। নিষেধাজ্ঞা পাওয়ায় লিগে দুটি ম্যাচ মিস করতে পারেন মেসি।

রোববার লিগে লরেন্টের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল পিএসজি। ম্যাচে পুরোটা সময় খেলেছেন মেসি। পরে ফরাসি ক্লাবটির অনুমতি চান, তা না পেয়েও সৌদি আরব যান। এরপর শাস্তির সম্মুখীন হলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি।

বিবিসি জানিয়েছে, সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত মেসি মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার আগে ক্লাবের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু অনুমতি পেতে ব্যর্থ হন। পরে অনুমতি ছাড়াই সেখানে ভ্রমণ করেছেন।

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান মেসি। এই গ্রীষ্মেই শেষ হবে পিএসজির সঙ্গে তার দুই বছরের চুক্তির মেয়াদ। ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭১ ম্যাচ খেলে গোল করেছেন ৩১টি, করিয়েছেন ৩৪টি। গত মৌসুমে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা, এবারও শীর্ষে রয়েছে তার দল।