ম্যারাডোনাকে ভিন্নভাবে স্মরণ করলেন মেসি, গুনলেন জরিমানা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার আপডেট: ০৪:২৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
রবিবার (২৯ নভেম্বর) লা লিগায় ওসাসুনার বিপক্ষে গোল করেই এক আবেগঘন মুহুর্তের জন্ম দেন লিওনেল মেসি। বল জালে ঢুকতেই বার্সেলোনার জার্সি খুলে ফেলেন এই ফুটবলার। ভেতরে পরা ছিল নিউওয়েলস ওল্ড বয়েজের লাল ও কালো রঙের জার্সি। যে ক্লাবে খেলেছেন মেসি ও ম্যারাডোনা দুজনই।
প্রয়াত ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতেই এমন কাজ করেন মেসি। গোল করার পর এমনভাবে আকাশের দিকে তাকান যেন দূর থেকে তাকে দেখতে পাচ্ছেন ম্যারাডোনা।
মেসির ছবি শেয়ার করে ভক্তরা আবেগময় স্টেটাস দিলেও নিজের কাজ ঠিকই করেছেন রেফারি। আইন মতে মেসিকে হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। সেই সাথে জরিমানার সুপারিশও করা হয়।
ম্যারাডোনার শ্রদ্ধার বিষয়টি মাথায় রেখে মেসির হলুদ কার্ড তুলে নেয়া ও জরিমানা মওকুফের আবেদন জানায় বার্সেলোনা। কিন্তু বুধবার (২ ডিসেম্বর) সে আবেদন বাতিল করে স্পেনিশ ফুটবল ফেডারেশন। সেই সাথে জরিমানার অঙ্কও প্রকাশ করেছে তারা।
জার্সি খোলার অপরাধে মেসিকে ৬০০ ইউরো জরিমানা করা হয়। সেই সাথে ক্লাবকে জরিমানা করা হয় ১৮০ ইউরো। তবে চাইলে ক্লাব ও মেসি এই রায়ের বিপক্ষে আপিল করতে পারবেন।