বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বগুড়া- নওগাঁ মহাসড়কের ইন্দুইল ব্রীজের কাছে শনিবার সকাল সাড়ে ৯ টায় মোটর সাইকেল ও কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পিতা ও পুত্র নিহত হয়েছেন । মৃতরা হচ্ছে, আদমদীঘি উপজেলার লক্ষীকোলোর সাতিয়ান গ্রামের লোকমান আলীর ছেলে জাহিদুর রহমান(৫০)ও তার পিতা ওই উপজেলার নাগর আলী প্রমাণিকের পুত্র লোকমান আলী(৭৪)।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, আজ সাড়ে ৯ টায় একটি মোটর সাইকেলে করে পিতা-পুত্র নওগাঁ থেকে আদমদীঘির দিকে যাচ্ছেল । বিপরীত দিক থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো ম- ১১ -৬৭ ৮৬ ) আদমদীঘি থেকে নওগাঁর দিকে যাবার সময় আদমদীঘির ইন্দুইল ব্রীজের কাছে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় মোটর সাইকেল আরোহী পুত্র আদমদীঘির জাহিদুর রহমান(৫০) ঘটনা স্থলে মারা যান । তার পিতা লোকমান আলী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতালে নেয়ার পর মারা যান।
মোটর সাইকেল ও কাভার্ড ভ্যান আদমদীঘি থানায় আটক আছে। আদমদীঘি থানার এস আই মো: তারেক হোসেন জানান , দুর্ঘটনায় নিহতদের মরদেহ মেডিকেল কলেজ হাসপাতলে রাখা আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।