অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরীসৃপ প্রাণী পারাপারে রাস্তার উপর সেতু

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১০:৪১ এএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ০৩:০৪ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ভারতের পাহাড়ী রাজ্য উত্তারখান্ডের অন্যতম পর্যটন কেন্দ্র নৈনিতাল। শহর থেকে সেখানে যেতে হয় ঘন অরণ্যের মাঝ দিয়ে। প্রতি মুহুর্তে গাড়ি চলাচল করায় প্রায়শই গাড়ির চাপায় মারা যায় বনের সরীসৃপ ও ছোট প্রাণী। 

সেসব প্রাণী রক্ষায় এবার অভিনব কৌশল নিয়েছে রাজ্যের বন কর্মকর্তারা। সরীসৃপ ও ছোট প্রাণী পারাপারে তারা রাস্তার উপর বানিয়ে ফেলেছে সেতু!
 
৯০ ফুট লম্বা এই সেতুটি অবশ্য রড-সিমেন্টের তৈরি নয়। প্রাণীদের আকৃষ্ট করতে তৈরি করা হয়েছে লোহা, পাট, ঘাস ও নানা রকম লতাপাতা দিয়ে। 

প্রাণীদের জন্য তৈরি এই সেতু এখন পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। অনেকে গাড়ি থামিয়ে ছবি তুলছে, সেল্ফিও নিচ্ছে। তবে বন বিভাগ আশা করছে যে শিগগিরই এটি প্রাণীদেরও আকর্ষণ করা শুরু করবে এবং সেটা ব্যবহারও করবে তারা। 

সেখানের বন কর্মকর্তা চন্দর শেখর যোশী বিবিসিকে জানান, হাতি, চিতাবাঘ, হরিণ ও বণ্য ষাঁড়গুলো এই অঞ্চলে চলাফেরা করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় চালকরা প্রাণীগুলো দেখলে গাড়ি ধীরগতিতে চালায় বা থামায়। কিন্তু বিভিন্ন সরীসৃপ ও ছোট প্রাণী যেমন সাপ, টিকটিকি বা কাঠবিড়ালের ক্ষেত্রে সেটা হয় না। তাই এই ব্রিজটি তৈরি করা হয়েছে। প্রাণীদের পর্যবেক্ষণে সেতুর দুই পাশে ক্যামেরাও বসানো হয়েছে। 

কর্মকর্তারা আশাবাদী সেতুটি এলাকায় ছোট ছোট প্রাণী এবং সরীসৃপকে ঘিরে সচেতনতা তৈরি করার পাশাপাশি তাদের সুরক্ষায় সহায়তা করবে।