শোলাকিয়া মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২২ এপ্রিল ২০২৩ শনিবার
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরে ঈদের জামাত শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয়। এ বছর অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের ১৯৬তম জামাত। সারাদেশ থেকে মুসল্লিরা এসে এই জামাতে শরিক হন।
এবছরও জামাতে ইমামতি, খুতবা ও দোয়া পাঠ করেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।
লাখো মুসল্লির সঙ্গে একসঙ্গে দেশের প্রাচীন এই ঈদগাহে নামাজ আদায়ের উদ্দেশ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে দুই-তিনদিন আগে থেকেই মুসল্লিরা কিশোরগঞ্জ আসতে শুরু করেন। ট্রেন, বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে চড়ে তারা এখানে আসেন।