অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কলাপাতার যত গুণ 

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার   আপডেট: ০৫:৫০ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার

কলাগাছের মোচা থেকে কাণ্ড, পাতা সম্পূর্ণটাই কাজে লাগে। এর উপকারিতা বলে শেষ করা যাবে না। কিন্তু জানেন কি, ত্বক ও চুলের যত্নে দারুণ উপকারী কলাপাতা!

প্রাকৃতিক অফুরন্ত উপাদান থাকা সত্ত্বেও আমরা তা উপেক্ষা করি। সেটার পরিবর্তে বাজার থেকে নামীদামি ক্রিম, লোশন  ব্যবহার করি। সম্প্রতি গবেষণায় কলাপাতার গুণাগুণ দেখে অবাক গবেষকরা!

চলুন দেখে নিই এর কী কী গুণ আছে-
কলাপাতার সবুজ আস্তরণ শরীরকে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে বাঁচায়। এর স্নিগ্ধতা দেহের প্রতিটি কোষকে আরাম দেয়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। 

এ পাতার ফেসপ্যাক স্কিন ড্যামেজ আটকে দেয়। অকালেই ত্বককে ভাঁজ পড়া থেকে রক্ষা করে। ট্যান কমাতে ও ক্ষত সারানোর কাজে বিশেষ ভূমিকা রাখে এটি। 

শুধু তাই নয়, চুলের খুশকি সমস্যার সমাধান করে কলাপাতা। চুলের গোড়ার চুলকানি ভাবও কমাতে এর সিদ্ধ রস অনেক কার্যকরী। পাশাপাশি মাথা ঠাণ্ডা রাখে এটি। 

যাদের ঘুমের সমস্যা রয়েছে, তারা কলাপাতা সিদ্ধ রস ব্যবহার করলে উপকার পাবেন। এছাড়া এতে নিয়মিত খাবার খেয়ে উপকৃত হতে পারেন। কলাপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে বিষাক্ত বর্জ্য বের করে দেয়। ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে এটি।