২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পার হলো ৮২৩৯টি মোটরসাইকেল
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ৮ হাজার ২৩৯টি মোটরসাইকেল পার হয়েছে। এছাড়া সেতুর দুইপাড়ে ছোট বড় মিলিয়ে ৪২ হাজার ৩৬৫টি পরিবহন পারাপার হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, এবার দুই কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বুধবার (১৯ এপ্রিল) রাত ১২ থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১২ পর্যন্ত সেতুর পূর্ব পাড় হয়ে উত্তরবঙ্গ গিয়েছে ২৭ হাজার ৩৬৮টি পরিবহন। এতে পূর্বপাড়ে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া সেতুর পশ্চিমপাড় হয়ে ঢাকায় গেছে ১৫ হাজার সাতটি। এতে টোল আদায় হয়েছে এক কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।
এদিকে এবার ঈদে সব্বোর্চ সংখ্যক মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পারাপারে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় ৮ হাজার ২৩৯টি মোটরসাইকেল শুধুমাত্র সেতুপূর্ব পাড় হয়ে উত্তরবঙ্গের দিকে গিয়েছে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, এ বছর ঈদে সেতুতে রেকর্ড পরিমাণ মোটরসাইকেল সেতু পার হয়েছে। এছাড়া টোল আদায় বেড়েছে।