পদ্মা সেতু দিয়ে আড়াই ঘণ্টায় পার হয়েছে ৩ হাজার মোটরসাইকেল
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১০:৪৮ এএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
দীর্ঘ ৯ মাস ২২ দিন পর দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতরে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, সকাল ৬টা থেকে নিয়ম মেনেই পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে। ভোর থেকে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা থেকে দক্ষিণাঞ্চলে ঘরমুখো মানুষ মোটরসাইকেলে করে পদ্মা সেতু এলাকায় আসতে শুরু করেন। এতে সেতু এলাকায় সৃষ্টি হয়েছে মোটরসাইকেলের দীর্ঘ লাইন।
সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী জানিয়েছেন, মোটরসাইকেলের টোল আদায়ে একটি কাউন্টার ব্যবহারের কথা থাকলেও বাড়তি চাপের কারণে দুটি কাউন্টার দিয়ে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে দুটি কাউন্টার দিয়ে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল সার্ভিস এরিয়া লেন দিয়ে পদ্মা পার হচ্ছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী জানান, সর্বশেষ আড়াই ঘণ্টায় প্রায় তিন হাজার মোটরসাইকেল আরোহী মাওয়া টোল প্লাজা অতিক্রম করে। এখন পর্যন্ত মোটরসাইকেল আরোহীরা নিয়ম মেনে পারাপার হচ্ছে।
মোটরসাইকেল আরোহীরা জানিয়েছেন, ঈদের আগে এ যেন আরেকটি ঈদ। মোটরসাইকেলে চড়ে পদ্মা সেতু দিয়ে বাড়ি যাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
তবে সকাল সাড়ে ৮টার পর থেকে মোটরসাইকেলের চাপ নেই বললেই চলে। কয়েক মিনিট পরপর একটি-দুটি করে মোটরসাইকেল টোল পরিশোধ করে পদ্মা পাড়ি দিচ্ছে। অন্যদিকে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের কোনো চাপ নেই সেতুর টোল প্লাজা এলাকায়।