অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেটের ৩ উপজেলা 

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:৫২ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার  

টানা কয়েকদিনের তীব্র গরমের পর এবার স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেটের সীমান্তবর্তী ৩ উপজেলা কোম্পানীগঞ্জ, জৈন্তা ও কানাইঘাট। 

সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে শুরু হয় এই বৃষ্টি। এরপর রাত ১০টার দিকে শুরু হয়েছে শিলাবৃষ্টি। আবহাওয়া অফিসের তথ্য মতে রাতেই সিলেটে বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, ‘বৃষ্টির আভাস আগে থেকেই ছিল। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে।'

এর আগে সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।

তবে সীমিত পরিসরে ঝড়বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।