অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সোহাগের জন্য বন্ধ বাফুফের দরজা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪১ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার  

ফিফা থেকে দুই বছর নিষিদ্ধ হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। নিষিদ্ধ হওয়ার পর সকল ফুটবলীয় কার্যক্রম থেকে দূরে আছেন তিনি। আবু নাঈম সোহাগকে বাফুফেতে আর ফেরানো হবে না বলে মন্তব্য করেছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদি।

সোমবার (১৭ এপ্রিল) বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে সালাম মুর্শেদি বলেন, ‘পরবর্তীতে ফেডারেশনে সে (সোহাগ) যেন কাজ করতে না পারে এবং অংশ নিতে না পারে আমাদের কমিটির সভা থেকে নিশ্চিত করা হয়েছে। ও আর ঢুকতে পারবে না। আমরা পত্রিকার মাধ্যমে নিয়োগ দিয়ে পরবর্তীতে নতুন করে সাধারণ সম্পাদক নিয়োগ দেবো। এর আগ পর্যন্ত ভারপ্রাপ্ত কাউকে দিয়ে কাজ চালানো হবে।’

সম্প্রতি আর্থিক অনিয়ম ও নথিপত্র জালিয়াতির দায়ে ফিফা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হন আবু নাঈম সোহাগ। পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয় সোহাগের। সোহাগ নিষিদ্ধ হওয়ায় শূন্য হয়ে যায় বাফুফের সাধারণ সম্পাদকের পদ। সেই শূন্য পদে ভারপ্রাপ্ত দায়িত্ব পেলেন বাফুফের চিফ প্রোটোকল অফিসার ইমরান হোসেন তুষার।