অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বান্দরবানে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বান্দরবান

প্রকাশিত: ০১:০৫ পিএম, ১২ এপ্রিল ২০২৩ বুধবার   আপডেট: ০১:০৬ পিএম, ১২ এপ্রিল ২০২৩ বুধবার

বান্দরবানে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে শুরু হয়েছে নানা কর্মসূচি। মঙ্গলকামনায় সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করল চাকমা ও তঞ্চঙ্গ্যারা।

বুধবার (১২ এপ্রিল) সকালে বান্দরবানের সাঙ্গু নদীর তীরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা পানিতে ফুল ভাসিয়ে শুরু করে ফুল বিজু উৎসবের।

জানা গেছে, বান্দরবানে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়েরর শিশু-কিশোর, তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু করে বর্ষবরণের আয়োজন। এই ‘ফুল বিজু’র মাধ্যমে গঙ্গা দেবীর মঙ্গলকামনায় ও পুরোনো বছরের সব দুঃখ, গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানান তারা।

এদিকে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণীরা বলেন, সকলে যেন সুখে শান্তিতে থাকে, এ জন্য আমরা নদীতে ফুল ভাসাই। এই দিনটা আমাদের জন্য খুবই খুশির দিন।

আয়োজক কমিটির উজ্জ্বল তঞ্চঙ্গ্যা জানান, আমরা তিন দিনব্যাপী বিজু উৎসব পালন করব। আজ হচ্ছে প্রথম দিন। প্রতিদিন নানা উৎসব পালন করা হবে।