অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাইম-এর জরিপে সবচেয়ে প্রভাবশালী শাহরুখ খান

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:০০ পিএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার   আপডেট: ১১:০১ পিএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম পরিচালিত পাঠক জরিপের ফলাফলে লিওনেল মেসিকে হারিয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষ স্থান দখল করলেন বলিউড তারকা শাহরুখ খান। এই তালিকায় ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, হলিউড তারকা মেগান মার্কেল, প্রিন্স হ্যারির মতো ব্যক্তিদের পেছনে ফেলেছেন তিনি। 

২০২৩ সালের ‘টাইম হানড্রেড পোল’-এর আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম। এতে ১ দশমিক ২ মিলিয়ন পাঠক অংশগ্রহণ করেন। পাঠকের ৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করেন এই বলিউড অভিনেতা।

এই তালিকায় ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানি নারীরা। করোনা মহামারির সময় নিয়োজিত স্বাস্থ্যসেবা কর্মী ভোট পেয়েছেন ২ শতাংশ। তারা রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে।

১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তারকা দম্পতি মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি এই তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। আর ১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ফুুটবল তারকা লিওনেল মেসি।