অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসিকে নিয়ে পিএসজি সমর্থকদের বিদ্রূপ 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:০২ পিএম, ৩ এপ্রিল ২০২৩ সোমবার  

লিগ ওয়ানে টানা দ্বিতীয় হোম ম্যাচে পরাজয় বরণ করেছে প্যারিস সেইন্ট জার্মেই(পিএসজি)। রোববার (২ এপ্রিল) লিঁওর কাছে ১-০ গোলে হেরেছে প্যারিসের জায়ান্টরা। আর এই ম্যাচের শুরুতেই পিএসজি সমর্থকদের তোপের মুখে পড়েন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

লিঁওর বিপক্ষে ম্যাচটা শুরু হয় বিতর্কিত পরিস্থিতিতে। লাউডস্পিকারে যখন লাইন-আপ ঘোষণা করা হয় তখন লিওনেল মেসির নাম শুনেই স্টেডিয়ামের একাংশ থেকে বিদ্রূপমূলক আওয়াজ আসতে থাকে। মেসিকে নিয়ে ধুয়োধ্বনি দিতে থাকে পিএসজি সমর্থকরা। ৩৫ বছর বয়সী মেসি প্যারিসের ক্লাবটিতে দুই বছরের চুক্তির শেষ পর্যায়ে রয়েছেন। সম্ভাব্য চুক্তি নবায়নের আলোচনা শুরু হলেও আবারো মেসির বার্সেলোনায় ফিরে যাবার গুঞ্জনও রয়েছে। 

ম্যাচ শেষে পিএসজি কোচ গাল্টিয়ার বলেন, ‘মেসির বিপক্ষে বিদ্রূপমূলক মন্তব্যে আমি কষ্ট পেয়েছি। লিও এমন একজন খেলোয়াড় যে দলকে সব কিছু দিয়েছে। এবারের মৌসুমের শুরু থেকেই সে ভাল খেলছে। একজন অভিজ্ঞ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে সে সতীর্থদের সঠিক স্থানে বল যোগান দিয়েছে, অ্যাসিস্ট করেছে, নিজেও গোল করেছে। তাকে নিয়ে এ ধরনের কথা বলতে হবে তা ভাবিনি।’