মেসিকে অভিনব সম্মান জানাল আর্জেন্টিনার ফুটবল সংস্থা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার
দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ-অপেক্ষার অবসান ঘাটেছিল যার হাত ধরে তাকে তো সবকিছুই দিতে চাইবে আর্জেন্টিনা। আর্জন্টিনার আরাধ্য স্বপ্ন বাস্তবায়নের নায়ক লিওনেল মেসিকে বিশেষ সম্মানে সম্মানিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে সংস্থাটি। শনিবার (২৫ মার্চ) এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে এএফএ-এর প্রধান ক্লদিও তাপিয়া। নিজ দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থার থেকে এমন উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি মেসি।
বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামে আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ওই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো থ্রি-স্টার সম্বলিত জার্সি গায়ে মাঠে নামে আলবিসেলেস্তেরা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামের ৮৪ হাজার দর্শক ম্যাচটিতে ২-০ গোলে জিতে স্বাগতিকরা। একটি গোল করেন লিওনেল মেসিও।
এএফএ এর প্রধান নতুন ফলকের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘কাসা দে আজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।’
এমন স্বীকৃতি পেয়ে ইনস্টাগ্রামে মেসি বলেন, ‘এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’ মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতি পেয়েছ।’