সিনেমায় অভিনেত্রীরা পণ্য হিসেবেই ব্যবহৃত হন : দিয়া
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার
তিন বছর আগে অনুভব সিনহা পরিচালিত ‘থাপ্পড়’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন দিয়া মির্জা। আবার ফিরছেন পরিচালক অনুভবের সঙ্গেই। তার মুক্তি পেতে যাওয়া এ সিনেমার নাম ‘ভীড়’। কিন্তু ছবি মুক্তির আগে অন্য এককথায় আলোচনায় এসেছেন দিয়া। তিনি বলেছেন, সিনেমায় অভিনেত্রীরা পণ্য হিসেবেই ব্যবহৃত হন।
দিয়া মির্জা বলেন, “আমাকে বলা হয়েছিল, আমার মুখ ‘ঠিক’ করতে। আমি এমন অনেক ছবি করেছি, যা দর্শকের প্রশংসা পায়নি। কিন্তু এখন সময় কিছুটা পাল্টেছে। আমি এখন এমন সিনেমার অংশ হতে চাই, যা দর্শককে গুরুত্বপূর্ণ গল্প বলবে।”
তিনি বলেন, “আমি এর আগে যে রকম ছবিতে কাজ করেছি, তাতে নিজেকে শিল্পী কম, পণ্য বলে বেশি মনে হয়েছে। সেই কারণে অনেকেই এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারেন না।”
দিয়ার এমন কথায় অবাক হতে পারেন অনেকেই। কারণ, সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু। এরপর তার যাত্রা বলিউডে। অনেক গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেছেন এ তারকা। এ কি তবে দিয়া মির্জার দেরিতে বোধোদয়?