অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় ওয়ানডে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার  

বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সোমবার (২০ মার্চ) সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে। 

টসে হেরে প্রথমে ব্যাট নেমে মুশফিকের ৬০ বলে দ্রুততম অপরাজিত ১০০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইনিংস বিরতির পর আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বৃষ্টির আশঙ্কা নিয়েই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে দু'দল।

তবে বৃষ্টি ছাড়াই শেষ হয় প্রথম ইনিংস। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসের একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ার কাট-অফ টাইম ছিল ৯টা ৩৩ মিনিট। তবে তার এক ঘণ্টা আগেও বৃষ্টি না থামায় স্থানীয় সময় রাত ৮-৩২ মিনিটে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা।