অনন্য উচ্চতায় ‘অবিশ্বাস্য’ মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার
ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে খেলেন ১০০ রানের বিধ্বংসী ইনিংস। তার ইনিংসটি ১৪টি চার আর দুটি ছক্কায় সাজানো।
মুশফিকের ঝড়ো ইনিংসের সুবাদে আগের ম্যাচে গড়া রেকর্ড ভেঙে ৬ উইকেট ৩৪৯ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।
এদিন ১০০ রানের ইনিংস খেলার পথে মুশফিক ছাড়িয়ে যান ইংলিশ তারকা কেভিন পিটারসেনকে। পিটারসেন ৩৪২ ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার ৭৯৭ রান করেন। মুশফিক ৪৭৭ ইনিংসে ব্যাটিং করে ১৩ হাজার ৮৬৬ রান করেন।
সোমবার ২৩ রান করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করেন তামিম ইকবাল। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৩ হাজার ৭৩৪ রান করেছেন সাকিব আল হাসান।