আইসিসির মাস সেরা ক্রিকেটার হ্যারি ব্রুক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার
মনোনয়নে নাম ছিল ভারতের স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশ মোতি। আইসিসির স্বাধীন ভোটিং একাডেমি ও দর্শকের বেশির ভাগ ভোট তাদের পাল্লা ভারি করতে পারেনি। এ দুজনকে টপকে যান ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান জিতে নেন আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার।
সোমবার (১৩ মার্চ) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়। মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অ্যাশলি গার্ডনার।
ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন ব্রুক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ওয়ানডেতে ৬ রানের বেশি করতে পারেননি। তবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে ছিলেন দুর্দান্ত। চার ইনিংসের তিনটিতেই পঞ্চাশ পেরিয়েছিলেন, যার মধ্যে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে খেলেছিলেন ১৭৬ বলে ১৮৬ রানের ইনিংস। ২৪ চার আর ৫ ছয়ে গড়া ইনিংসটি এসেছিল ইংল্যান্ড ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর।
ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেটের তরুণ প্রতিনিধি হওয়ার আরেক স্মারক ছিল মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংস, যেখানে ১৫ চার ও ১ ছয়ে খেলেন ৮১ বলে ৮৯ রানের ইনিংস।
এর আগে ডিসেম্বরে সেরা হয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩টি সেঞ্চুরি করে। সেই সিরিজে ৯৩.৬০ গড়ে ৪৬৮ করেছিলেন তিনি। তিন মাসের মধ্যে দুবার মাস–সেরার স্বীকৃতি পেয়ে দলকে ধন্যবাদ জানিয়েছেন ব্রুক।
তিনি বলেছেন, ‘তিন মাসের মধ্যে দুবার পুরস্কার জেতাটা সত্যিই সম্মানের ব্যাপার। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। তাঁরা আমাকে সহায়তা করেছেন, নিজের শক্তির দিক ব্যবহারে সমর্থন দিয়েছেন। বছরটা ভালোভাবে শুরু হলো। আশা করি, সামনের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপেও এই ধারা অব্যাহত রাখতে পারব।’