মহিলা ম্যারাথন অনুষ্ঠিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১০ মার্চ ২০২৩ শুক্রবার
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’ স্লোগানকে সামনে রেখে লাইমলাইট স্পোর্টসের আয়োজনে রাজধানীর হাতিরঝিলে আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উইমেন্স ম্যারাথন-২০২৩।
রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের পাশ থেকে শুরু হয়ে মধুবাগ ব্রিজ হয়ে সাড়ে সাত কিলোমিটার দূরত্ব ঘুরে আবার অ্যাম্ফিথিয়েটারের কাছে এসে শেষ হয় ম্যারাথনটি।
প্রতিযোগিতার রেগুলার বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশের পাপিয়া খাতুন, দ্বিতীয় হন হামিদা আক্তার জেবা এবং তৃতীয় হয়েছেন নার্গিস আক্তার ওহাব।
৫০ বছর উর্ধ্ব ক্যাটাগরির ভ্যাটেরান বিভাগে প্রথম হন জাপানের ইরি কইকে ও দ্বিতীয় হন একই দেশের মিহোমরি। তৃতীয় হয়েছেন বাংলাদেশের রত্না গোমেজ।
প্রতিযোগিতাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লাইমলাইট স্পোর্টসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আরাফাত হাসান সাহিল।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ম্যানেজার অপারেশন আব্দুর রহমান মুন্সি।
নারীদের প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় ৪’শ জন নারী দৌড়বিদ অংশগ্রহণ করেন।