অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাইগারদের দুর্দান্ত ডেথ বোলিংয়ে ১৫৬ রানেই থামলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:০১ পিএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার  

সাদা বলের এই ফরম্যাটের দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও আজ অবধি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার সৌভাগ্য হয়নি বাংলাদেশের। অবশেষে সেই অপেক্ষার প্রহর ফুরিয়েছে আজ। চট্টগ্রামে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় টাইগাররা। সগরিকায় এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায় জস বাটলারের দল।

টসে জিতে বোলিং করেত এসে প্রথম ওভারে স্পিন, পরের দুই ওভারে পেস এভাবে শুরু করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে এমন পরিবর্তন করেও প্রতি ওভারেই এসেছে বাউন্ডারি। অপরদিকে টাইগারদের ভুলে বিনা উইকেটেই পাওয়ার প্লেতে ৫১ রান তোলে ইংলিশ ব্যাটাররা।  কিন্তু যখন হাত খুলে ব্যাটিং করতে ছিল ইংলিশ দুই ওপেনার, ঠিক তখনি উইকেটের সহজ সুযোগ এসেছিল স্বাগতিক শিবিরে। তবে নাসুম আহমেদের ওভারে জোড়া ক্যাচ মিসে ইংল্যান্ড উড়ন্ত সূচনা পেয়ে যায়।

প্রথম বলে ফিল সল্ট দিয়েছিলেন ফিরতি ক্যাচ, একটু নিচু হয়ে হাত লাগালেও সেটি রাখতে পারেননি নাসুম নিজেই। সল্ট তখন ব্যাটিং করছিলেন ২০ রানে। অপরদিকে চতুর্থ বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশে তুলেছিলেন বাটলার। মিড অনে অনেকটা সময় নিয়ে বলের নিচে নিজেকে নিয়ে গিয়েও সহজ ক্যাচটি ধরতে পারেনি টাইগার অধিনায়ক।

এরপর দশম ওভার করেতে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। নাসুমের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন ফিল সল্ট। ফলে দশম ওভারে ভাঙল ইংল্যান্ডের শুরুর এই জুটি। অপরদিকে উইকেটে এসে বেশিক্ষণ টিকলেন না ডেভিড ম্যালান। সাকিব আল হাসানকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় লং অনে ধরা পড়লেন এই বাঁহাতি ব্যাটার। ৭ বলে ৪ রান করে  সাজঘরে ফেরেন এই ইংলিশ ব্যাটার।

পরে দ্রুত এগোনো জুটি ভাঙলেন মুস্তাফিজুর রহমান। চমৎকার এক ডেলিভারিতে বেন ডাকেটকে সাজঘরে ফেরান তিনি। ফলে ভাঙে ২৫ বল ৪৭ রানের এ জুটি। ১৩ বলে তিন চারে ২০ রান করে আউট হন এই ইংলিশ ব্যাটার। এরপরে ক্রিজে জস বাটলারের সঙ্গী মইন আলি। তবে পরের ওভারে বেন ডাকেটের বিদায়ের পর জস বাটলারকেও হারাল ইংল্যান্ড।

হাসান মাহমুদকে ছক্কায় ওড়াতে যেয়ে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন এই ইংলিশ অধিনায়ক। ৪২ বলে চারটি করে ছক্কা ও চারে ৬৭ রান করেন বাটলার।

এরপর মইন আলি ও স্যাম কুরান মিলে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। তবে দলীয় ১৪৬ রানে কুরানকে আউট করেন হাসান মাহমুদ। ১১ বলে ৬ রান করে ফিরেন তিনি। এরপর ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ক্রিজে আসা ওকসকে বোল্ড করেন তাসকিন। ২ বলে ১ রান করে আউট হন ক্রিস ওকস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে জস বাটলারের দল। বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট নেন হাসান মাহামুদ। এছাড়া একটি করে উইকেট নেন নাসুম আহমেদ,  তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।