প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলো বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ এএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার আপডেট: ০৩:০৬ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
আগামী বছরের ২৪ জানুয়ারি বার্সেলোনা প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ নভেম্বর) নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে স্পেনিশ জায়ান্টরা।
সাম্প্রতিক সময়ে মাঠে ও মাঠের বাইরে সময়টা খারাপ যাচ্ছে বার্সার। নেইমারকে ফিরিয়ে আনতে না পারা, মেসির ক্লাব ছাড়তে চাওয়া সব কিছুর দোষই চেপেছে জোসেফ মারিও বার্তামেউ এর ঘাঁড়ে৷
তারপরও পদত্যাগ করেননি সাবেক প্রেসিডেন্ট। অনাস্থা ভোটের পরও কিছুদিন অনড় ছিলেন না সরার সিদ্ধান্তে। এক পর্যায়ে টিকতে পারবেন না বুঝতে পেরে বার্তামেউ এর পুরো বোর্ডই পদত্যাগপত্র জমা দেয়।
অক্টোবরে তাদের পদত্যাগের পরই জানা ছিল নির্বাচন হবে জানুয়ারিতে। বাকি ছিল তারিখ ঘোষণার। কাল সেটাও করেছে বার্সা।
নির্বাচন উপলক্ষে কার্যক্রম চালু হবে আগামী ১৪ ডিসেম্বর থেকে। ২৩ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সমর্থকদের সাক্ষর নিয়ে জমা দিতে হবে প্রার্থীদের। ১৫ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে নির্বাচনী ক্যাম্পেইন। আর ভোট গ্রহণ হবে ২৪ জানুয়ারি।
প্রেসিডেন্ট পদে এতদিন অনেকটা নিশ্চিত ছিলেন ভিক্টর ফন্তের নির্বাচিত হওয়া। কিন্তু হঠাৎ করেই সোমবার (৩০ নভেম্বর) নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন ২০০৩-২০১০ পর্যন্ত বার্সার সোনালী সময়ে প্রেসিডেন্ট থাকা জোয়ান লাপোর্তা। তার সময়ই হয়েছে মেসির উত্থান, রোনালদিনহোর আগমন, পেপ গার্দিওলার কোচ হওয়া এবং এক মৌসুমে সবকটি শিরোপা জয়। ফলে জমজমাট এক নির্বাচন হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।