চুল পড়া বন্ধ করে জবা ফুলের চা!
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার আপডেট: ০১:৪৫ পিএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার
চা প্রেমীদের জন্য সুখবর! অতিরিক্ত স্বাদের সঙ্গে চুলের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করে জবা ফুলের চা। সম্প্রতি গবেষণায় এমনটি দেখা গেছে। প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার এটি পানে চুলের বৃদ্ধি হয়। চুল পড়া বন্ধেও দারুণ কার্যকর এ চা।
প্রস্তুত প্রণালিঃ
১. প্রথমে দেড় লিটার ফুটন্ত পানিতে ৩টি জবা ফুল দিন।
২. চুলার জ্বাল কমিয়ে ৬ থেকে ৭ মিনিট পর্যন্ত রাখুন।
৩. রঙ লালচে হয়ে এলে নামিয়ে ছেঁকে নিন।
৪. সঙ্গে কয়েক টুকরো আদা কুচি, লেবুর রস ও প্রয়োজনমতো চিনি দিন।
৫. একটি গ্রিন টি ব্যাগ দিয়ে নেড়ে পান করুন।
জবা ফুলের চায়ের উপকারিতা-
জবা ফুলের রসে রয়েছে ভিটামিন সি, যা কোলাজেন প্রোডাকশন বাড়ায়। ফলে চুল হয় অনেক স্বাস্থ্যোজ্জ্বল ও শক্তিশালী। অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ জবা ফুলের চা পানে চুল হয় ঝলমলে ও উজ্জ্বল। সঙ্গে চুল পড়া কমিয়ে দ্রুত বাড়াতে সহায়তা করে। এটি ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ কমিয়ে তেলতেলে ভাব এবং মাথার খুশকি দূর করে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া