অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ক্রিকেটার নিয়ে ২০২৪ বিশ্বকাপের ভাবনা বিসিবির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার  

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর ২০২৪ সালে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে জায়গা পেয়েছে তৌহিদ হৃদয়, তানভির ইসলাম ও রেজাউর রহমান রাজার মতো তরুণ ক্রিকেটাররা। যারা সর্বশেষ বিপিএলে ব্যাট ও বল হাতে ছিলেন দুর্দান্ত ফর্মে।

এছাড়াও দলে ফিরেছেন রনি তালুকদার ও শামিম পাটোয়ারি। বৃহস্পতিবার (২ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি।'

তিনি আরও বলেন, 'আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি যে আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরের একটা পরিকল্পনা আছে। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা।'