শিগগির কার্ডের মাধ্যমে ওএমএসের চাল-আটা বিক্রি: খাদ্যমন্ত্রী
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নওগাঁ
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সরকারিভাবে খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রমে নতুন নিয়ম আসছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নওগাঁর পোরশা উপজেলায় ওএমএস কেন্দ্র পরিদর্শনের সময় এমনটা জানান তিনি।
মন্ত্রী বলেন, যেসব নিম্ন আয়ের মানুষ ওএমএস এর পণ্য কেনেন তাদের পরিচিতি কার্ড দেবে খাদ্য বিভাগ। কার্ডধারীরা সপ্তাহে ১ দিন নির্ধারিত ওএমএস বিক্রয় কেন্দ্র থেকে চাল ও আটা কিনতে পারবেন। এতে এ কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে। ওএমএস’র আওতায় আসবে অধিক সংখ্যক মানুষ। প্রধানমন্ত্রী নির্দেশনায় এ কার্যক্রম চালু হচ্ছে। ডাটাবেজ ধরে খুব শিগগির কার্ড দেয়া হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।