দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৬ষ্ঠ শিরোপা অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ৬ষ্ঠ শিরোপা অস্ট্রেলিয়া ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। রোববার (২৬ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হন দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৬ রান করে অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মুনি ৫৩ বলে অপরাজিত ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া অ্যাশলি গার্ডনার ২১ বলে ২৯ রান করেন। অ্যালিসা হিলির ব্যাট থেকে আসে ১৮ রান।
অস্ট্রেলিয়ার দেওয়া ১৫৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার ওপেনার লোরা ভলভার্ট একাই লড়াই করেন। ৪৮ বলে ৬১ রান করেন তিনি। এছাড়া ত্রিয়ন ২৫, মারিজানে ক্যাপ ১১ ও তাজমিন ব্রিটস ১০ রান করেন। দলের অন্য কোনো ক্রিকেটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত ১৯ রানের জয়ে ৬ষ্ঠ শিরোপা অস্ট্রেলিয়া ঘরে তোলে অস্ট্রেলিয়া।