সহকারী কোচ পদে দেশিদের চায় বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে বিদেশি কোচরা পছন্দের তালিকায় শীর্ষে থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এই নিয়ে অনেক সময়ই সমালোচিত হয় দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ এই বোর্ডটি। তবে এবার স্থানীয় কোচদের দিকে মন দিতে চায় বিসিবি।
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। আর সহকারী কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। আবেদন করতে পারবেন দেশি কোচ। দেশি কোচদের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) চন্ডিকা হাথুরুসিংহে ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে পাপন বলেন, ‘আমরা সহকারী কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছি। আমি আশা করছি দেশি-বিদেশি যারা আগ্রহী তারা আবেদন করবে। এখানে আরেকবার আমি এই কথাটা জোর দিয়ে বলছি, আমরা যখন এরকম বিজ্ঞাপন দেই, সাধারণত বিদেশিরা আবেদন করে। আমরা চাচ্ছি দেশি যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আবেদন করে।’
সহকারী কোচ হিসেবে না হলেও অন্যান্য জায়গার দেশি কোচদের নেওয়া হবে বলে জানান পাপন। তিনি আরও বলেন, ‘আপনাদের মাধ্যমে সবাইকে বলছি দেশি-বিদেশি যারাই এই পজিশনের জন্য আগ্রহী তারা যেন আবেদন করে। এই পজিশনে হলেতো হলোই, যদি না হয় তাহলে চেষ্টা করবো অন্যান্য জায়গায় তাদের অবস্থান করে দিতে। যাতে ভবিষ্যতে তারা আসতে পারে’