টাকার বিনিময়ে মিলবে ইনস্টাগ্রাম-ফেসবুকের ব্লু ব্যাজ
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
টাকার বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড করা যাবে বলে ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের জায়ান্ট কোম্পানি মেটার (ফেসবুক) প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, শুভ সকাল এবং নতুন পণ্যের ঘোষণা : চলতি সপ্তাহে আমরা ‘মেটা ভেরিফাইড’ সাবক্রিপশন সেবা চাল করতে যাচ্ছি। এর ফলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু ব্যাজ, অতিরিক্ত সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা পাওয়া যাবে। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করা হয়, তাদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষাও মিলবে এই গ্রাহক সেবায়।
পোস্টে ফেসবুকের প্রধান নির্বাহী বলেছেন, ওয়েবে মেটা ভেরিফাইড মাসে ১১ দশমিক ৯৯ ডলার ও আইওএসে ১৪ দশমিক ৯৯ ডলারে মুরু হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় এক হাজার ২৫৭ টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ব্লু ব্যাজ।
প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই সেবা চালু করা হবে বলে পোস্টে তিনি লিখেছেন। তিনি এও লিখেছেন, পর্যায়ক্রমে আরও দেশে ব্লু ব্যাজ প্রদানের পরিষেবা চালু করা হবে।
উল্লেখ্য, ১১ ডলার বিনিময়ে টুইটারের ব্লু টিক মেলার যে ঘোষণা এটির মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক দিয়েছেন সেই ঘোষণার পর একই ধরণের পরিষেবা চালু করছে ফেসবুক।