অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন চমক নিয়ে আসছে অ্যাপলের এম১এক্স

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১১:৩২ এএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার   আপডেট: ০১:৩৪ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার

১১ নভেম্বর নিজস্ব প্রসেসর এম১ যুক্ত ম্যাকবুক এয়ার, ম্যাক মিনি, ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো বাজারে আনে অ্যাপল। তখন অনেকেই অবাক হন ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এই তালিকায় নেই কেন?

এখানেই আসল খেল দেখিয়েছে অ্যাপল। লিকসঅ্যাপলপ্রো নামক সংবাদমাধ্যমের দাবি, নতুন চমক দেখাতেই এই ম্যাকটি বাজারে আনেনি অ্যাপল। আর সেই চমক হলো এম১এক্স প্রসেসর, যার ঘোষণা এখনও প্রতিষ্ঠানটি দেয়নি। ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো দিয়েই নতুন প্রসেসরে যাত্রা শুরু হবে বলে দাবি করছে সংবাদমাধ্যমটি। 

প্রথম জেনারেশনের এম১ চিপ থেকেও নতুন চিপটি আরও বেশি দ্রুতগতির হবে। আর গুজব আছে এম১এক্স নাকি হবে ১২ কোর এর। যার মাঝে ৮ কোর ব্যবহার হবে হাই পারফরমেন্স এর জন্য। আর বাকি চার ব্যবহার হবে ব্যাটারির কর্মক্ষমতা বৃদ্ধির জন্য। 

বর্তমানে ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো-তে যুক্ত আছে ইন্টেলের কোর আই-৯ প্রসেসর, যা সরাসরি অ্যাপল স্টোর বা অনলাইন স্টোর থেকে এখনও কেনা যাচ্ছে। এম১এক্স ইন্টেলের প্রসেসরটির মতো একই মানের সেবা দিবে বলেও দাবি করা হয়েছে। 

নতুন পণ্য বাজারে আসলে যেভাবে আলাদা ইভেন্ট আয়োজন হয় এই প্রোডাক্টের ক্ষেত্রে সেটা হবে না বলেই অনুমান করছে লিক্সঅ্যাপলপ্রো। শুধুমাত্র প্রেস রিলিজ পাঠিয়েই ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো বাজারে আসার ঘোষণা দেয়া হতে পারে। তবে নতুন মডেলে যে ডিজাইনে পরিবর্তন আসবে তা অনুমান করাই যায়। 

শুধু ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো নয়, নিজেদের এআরএম ভিত্তিক সিলিকন চিপ দিয়ে ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং ব্রান্ড নিউ আইম্যাক নিয়ে অ্যাপল কাজ করছে বলেও দাবি করছেন প্রযুক্তি বিশ্লেষক মিং চি কু। ২০২১ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই এগুলো বাজারে আসবে বলে ধারনা করছেন তিনি।