মর্গে জেগে উঠলেন ‘মৃত’
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ এএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার আপডেট: ০১:৩২ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পিটার কিগেন। কিছুতেই তাকে সারিয়ে তুলতে পারেননি চিকিৎসকরা! শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করেন তারা। তার দেহ সংরক্ষণের জন্য রাখা হয় মর্গে। সেখানেই ঘটল অদ্ভুত ঘটনা।
আর ১০টি লাশের মতোই মর্গে পিটারের ‘মৃতদেহ’ সংরক্ষণের প্রক্রিয়া শুরু হয়। ঠিক তখনই জেগে ওঠেন তিনি। নিজেকে সেখানে দেখেই আতঙ্কে চিৎকার করেন ৩২ বছর বয়সী ওই ব্যক্তি। সম্প্রতি কেনিয়ার হাসপাতালে এ ভীতিকর ঘটনা ঘটেছে।
দিন কয়েক আগে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে কেনিয়ার কেইরিচোর কাপলাটেট হাসপাতালে ভর্তি হন পিটার। একাধিক চিকিৎসক তার দেখভাল করেন। একপর্যায়ে হার মানেন চিকিৎসকরা। পিটারের পরিবারের সদস্যদের কাছে খবর পাঠান তিনি মারা গেছেন। স্বভাবতই এ কথা শুনে ভেঙে পড়েন তারা।
পিটারের ভাই বলেন, হাসপাতালের এক নার্স আমাদের ভাইয়ের মৃত্যুর খবর দেন। সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে ছুটে যাই। মর্গ থেকে তার ‘মৃতদেহ’ নেয়ার জন্য আমাকে কাগজপত্র দেন তিনি। পিটারের পায়ের রগ কাটার চেষ্টা করেন সেখানকার কর্মীরা। তখনই জেগে ওঠেন তিনি। সবাই চমকে যায়। দেখি ভাই নড়াচড়া করছেন।
তিনি প্রশ্ন তোলেন, আমি বুঝে উঠতে পারছি না একজন জীবিত ব্যক্তিকে কীভাবে মর্গে পাঠানো হলো? তাকে মৃত ঘোষণা করলেন চিকিৎসকরা? কাদের অবহেলায় এটা সম্ভব হয়েছে?
নিজেকে মর্গে দেখে ভয়ে আর্তনাদ করেন পিটার। তিনি বলেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না। কেমন করে চিকিৎসকরা বুঝলেন আমি মারা গেছি? নতুন জীবন ফিরে পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ।