বুধবার ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার আপডেট: ০৪:৫০ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
আজ বুধবার (১২ আগস্ট) ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে।
সারাবিশ্বের তরুণদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ১৯৯৮ সালে জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ কনফারেন্সে ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে।
এর পরের বছর ১৯৯৯ সালে জাতিসংঘে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মূলত, বিশ্বব্যাপী সকল তরুণদের উন্নয়ন ও বিকাশ ঘটাতে, তরুণ বয়সে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়- সেসবের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করতে এই দিনটি তরুণদের জন্য পালন করা হয়।
এ বছরের ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে'র প্রতিপাদ্য হচ্ছে 'বৈশ্বিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ'।