করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শতভাগ প্রস্তুত চট্টগ্রাম: নওফেল
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রোববার আপডেট: ০৬:৫৫ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রোববার
করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চট্টগ্রাম শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রবিবার (২৯ নভেম্বর) নগরীর আন্দরকিল্লা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য নতুন আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
করোনার চিকিৎসা ব্যবস্থার বিষয়গুলো প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন জানিয়ে নওফেল বলেন, প্রথম থেকেই চট্টগ্রামের করোনা রোগীদের চিকিৎসায় জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে চট্টগ্রামে স্বাস্থ্য সেবায় আগের চেয়ে পরিবর্তন এসেছে।
এ সময় তিনি আরও বলেন, একটি শহর বেসরকারি চিকিৎসা ব্যবস্থার ওপর গড়ে উঠে না। সরকারি চিকিৎসা সেবা বাড়াতে জেনারেল হাসপাতালে আরও সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এখানে আরও ৫০০ শয্যার একটি ইউনিট তৈরির ব্যবস্থা নেওয়া হবে, যাতে এই হাসপাতাল ১ হাজার শয্যার হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার দাশ, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব মাসুম, জুনিয়র কনসালটেন্ট হামিদুল্লাহ মেহেদি, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিম ইসলাম।