সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের প্রাণহানি
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সিলেটের দক্ষিণ সুরমায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস গ্রামের দীগেন্দ্র কুমার দেব’র ছেলে বাবুল দেব (৫০) ও একই পরিবারের সদস্য সন্তোষ দেব’র ছেলে সৌম্য দেব (১০)।
আজ শুক্রবার দক্ষিণ সুরমার তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাপসাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সৌম দে কে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবুল দে’র মৃত্যু হয়।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌম্য’র বাবা সন্তোষ দেব, মা রিপা কর, বোন মৌ দেব, একই গ্রামের বাবুল দেব ও প্রাইভেটকার চালক।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হাবিব হোসেন এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি বাসের সামনের অংশের ভেতরে ঢুকে যায়। পরে স্থানীয়রা চালক ও যাত্রীদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।