অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা সোনিয়া জামিনে মুক্ত

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার  

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও গুজব ছড়ানোর দায়ে রাজবাড়ীতে গ্রেফতার হওয়া মহিলা দল নেত্রী ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি (৩৫) জামিনে মুক্তি পেয়েছেন।

দীর্ঘ ৪ মাস পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি রাজবাড়ী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। কারাগার থেকে বের হলে তার সিনিয়র রাজনৈতিক সহকর্মী ও নেতারা ফুলের মালা দিয়ে তাকে  বরণ করে নেন।

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও গুজব ছড়ানোর দায়ে রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গার নিজ বাসা থেকে তাকে ৪ মাস আগে তাকে গ্রেফতার করা হয়েছিলে। এ মামলার বাদী ছিলেন রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব মো. সামসুল আরেফিন চৌধুরী।