মাঝ মরুর সেই রহস্যময় স্তম্ভটি উধাও, উত্তর মিলছেনা
সাতরং ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রোববার আপডেট: ০৩:২৬ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রোববার
যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের মরু অঞ্চলে একটি ধাতব স্তম্ভের সন্ধান পাওয়ার পর থেকেই দানা বেঁধেছে রহস্য। কে এখানে রাখলো বা কোথা থেকে আসলো তার উত্তর দিতে পারেনি স্টেটের ভূমি ব্যবস্থাপনা বা জননিরাপত্তা বিভাগ।
রহস্যের অন্ত না হতেই এবার নতুন করে অবাক হতে হচ্ছে মানুষদের। কারণ ধাতব স্তম্ভটি যেরকম হঠাৎ করেই দেখতে পাওয়া গেছে তেমনি হঠাৎ করেই আবার উধাও হয়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত থেকেই সেই স্তম্ভটি আর দেখতে পাওয়া যাচ্ছেনা। নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্যটি প্রকাশ করে ভূমি ব্যবস্থাপনা বিভাগ। নিজেরাও যে সরায়নি সেটাও নিশ্চিত করেছে তারা।
আরও পড়ুন- **মাঝ মরুতে ধাতব স্তম্ভ, জানা নেই কীভাবে
১৮ নভেম্বর প্রথমবারের মতো এই ধাতব স্তম্ভটি দেখতে পান জননিরাপত্তা বিভাগের কয়েকজন কর্মকর্তা ও জীববিজ্ঞানী । বনসম্পদ বিভাগকে মরুভূমির ভেড়া গণনায় সহায়তা করতে হেলিকপ্টারে চড়ে অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় স্তম্ভটি চোখে পড়ে এক জীবিজ্ঞানীর। তারপরই ওয়াও! ওয়াও! বলে হেলিকপ্টার ঘুরানোর কথা বলতে থাকেন তিনি। সিএনএনকে এই কথা জানায় হেলিকপ্টারটির পাইলট ব্রেট হাচিংস।
দুটি লাল পাথরের মাঝখানে ১০ থেকে ১২ ফুটের চকচকে সিলভার ধাতব স্তম্ভটি যে কারও চোখে পড়বে। প্রথম দেখে হেলিকপ্টারে থাকা ব্যক্তিরা মনে করেছিলেন কেউ এটা পুতে রেখেছে। পাইলট মনে করেন ‘২০০১- আ স্পেস অডিসি’ এর ভক্ত কোন প্রকৌশলী ইচ্ছা করেই এখানে এটা রেখেছে বা কোন এলিয়েনের কাজও হতে পারে!