২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত ৬৮ জন
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রোববার আপডেট: ০২:৪৯ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রোববার
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত কমে দাঁড়ালো ৭৫ জনে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৭৫ জনের। চট্টগ্রামের ৫ টি ল্যাবে এ নমুনা পরীক্ষা করা হয়।
রোববার (২৯ নভেম্বর) অপরাজেয় বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭২৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫ জন।
তাছাড়া বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩০টি নমুনা পরীক্ষা করে ২৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। একই সংগে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবরেটরিতে ৯৫টি নমুনা পরীক্ষা করা হলে ১০টি নমুনায় করোনা আক্রান্ত শনাক্ত হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯৪টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭৫টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৩ জন এবং উপজেলায় ৫ জন।