জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), গাড়িচালক জিলানি (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)।
পদ্মা দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে এটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয়জন মারা যান।
স্থানীয়রা জানান, পদ্মা সেতুর কাছে শরীয়তপুর আন্ডারপাসে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকামুখী অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ভেতরে ঢুকে পড়ে। এতে অ্যাম্বুলেন্সটি ধুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালান। নিহত ছয়জনের মরদেহ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।