অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট ফেরি চলাচল পুনরায় চালু

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:০৫ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার  

ঘন কুয়াশার কারণে ব্যাহত হওয়া ফেরি চলাচল আজ ভোরে যমুনা নদীর আরিচা-কাজিরহাট রুটে ৬ ঘন্টা ১৫ মিনিট এবং পদ্মার পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৫ ঘন্টা ৩০ মিনিট পর আবার চালু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌরুট ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে, যার ফলে রাত ২ টা ৫০ মিনিটে ফেরি চলাচল স্থগিত করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফেরি সার্ভিসটি আবার চালু হয়েছে।’

ডিজিএম আরও জানান, পদ্মার পাটুরিয়া-দৌলতদিয়া রুটে রাত ৩ টা ৪০ মিনিট থেকে সকাল  ৯ টা ২০মিনিট পর্যন্ত  ফেরি চলাচল বন্ধ ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, কুয়াশার কারণে একই সাথে অন্যান্য নৌযান যেমন- ইঞ্জিনচালিত দেশীয় নৌযান ও লঞ্চ উভয় নদীপথে চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি ডিজিএম নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহনের ভিড় না থাকায় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এ সময় কাজীরহাট ঘাটে কোনো ফেরি না থাকায় অনেক যানবাহন লাইনে রয়েছে।