বাতিল হতে পারে চলতি বছরের পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার আপডেট: ০৭:৪৯ এএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
করোনাভাইরাসের কারণে এই বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিলের চিন্তাভাবনা করছে সরকারের নীতিনির্ধারক মহল। বিকল্প হিসেবে এবার শুধুমাত্র স্কুলপর্যায়ে এই পরীক্ষাগুলো নেওয়া হতে পারে।
প্রাথমিক ও গণশিক্ষাসচিব আকরাম আল হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, করোনাভাইরাসের কারণে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার জন্য সরকারের কাছে শিগগির সারসংক্ষেপ পাঠানো হবে। ইতোমধ্যে সারসংক্ষেপ প্রস্তাব প্রায় তৈরি করা হয়েছে। সোমবারের মধ্যে সেটি সরকারের কাছে পাঠানো হবে।
তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সাথে তাঁদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে এখন তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। ছুটির কারণে এ বছর এইচএসসি পরীক্ষাও নেওয়া যায়নি।