রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো ১ জানুয়ারি পর্যন্ত
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০:১০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার
ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় রিটার্ন জমার সময়সীমা ১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার এনবিআরের মানবসম্পদ ও কর ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আক্তার বাসসকে জানান, ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে।
বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও ব্যবসায়ি সংগঠনগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমার সময় বৃদ্ধি করে এনবিআর। এখন সেটাকে আরও ১ দিন বাড়ানো হলো।