আলী যাকের আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার আপডেট: ০৯:৪৮ এএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকের আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যান্সার ও হৃদরোগের কারণে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলেও জানান গোলাম কুদ্দুছ।
প্রধানমন্ত্রীর শোক
প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের এই পুরোধা ব্যক্তিত্বের জন্য শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।