অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার  

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে ঘিরে কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। সদর উপজেলার হরিপুর এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের পর এ সংঘর্ষ ঘটে।

এরই মধ্যে আহত ব্যক্তিদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সদর উপজেলার হরিপুর গ্রামের মোফাজ্জল (৪৫), সায়েম আলী (৫৫), অমিত (২৩), জুয়েল (৩৫), শিপন (৩৭), বিজয় (৩৫) ও চাঁদ আলী (৩৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষে গতকাল রাতে হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা। প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস করতে থাকেন। ওই সময় খেলা দেখতে আসা ব্রাজিলের সমর্থকরা ফ্রান্সকে সমর্থন দিচ্ছিলেন। আর্জেন্টিনা দুই গোল দেওয়ার পর ব্রাজিলের সমর্থকরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করেন। কিছু সময় পর ফ্রান্স দুই গোল শোধ দিলে ব্রাজিলের ওই সমর্থকরা আবারও সংগঠিত হয়ে ওই স্থানে জড়ো হয়ে বিভিন্নভাবে উল্লাস করতে থাকেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

খেলা শেষে টাইব্রেকারে আর্জেন্টিনা জয়লাভ করলে সমর্থকরা নাচানাচি শুরু করেন। ওই সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়লে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খেলা দেখা নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছিল। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি।