অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৮ দিন পর করোনামুক্ত সাবেক মেয়র নাছির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার  

টানা চারবার নমুনা পরীক্ষায় পজিটিভ। পঞ্চমবার নমুনা পরীক্ষায় অবশেষে ২৮ দিন পর করোনামুক্ত হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বিআইটিআইডি) ল্যাবের নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। 

অপরাজেয় বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন আ জ ম নাছিরের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ। বর্তমানে তিনি আন্দরকিল্লার বাসায় আছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। 

এর আগে প্রথম দফায় গত ৩ নভেম্বর করোনা উপসর্গ নিয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন আ জ ম নাছির উদ্দিন। একই দিনে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হলে সন্ধ্যায় তার করোনা পজিটিভ হয় বলে জানান চিকিৎিসকরা। পরে করোনা উপসর্গ নিয়ে তিনি ৮ দিন চিকিৎসা নেওয়ার পর ১১ নভেম্বর নগরীর পার্ক ভিউ হাসপাতাল থেকে বাসায় ফিরে যান। তবে তখনও তিনি করোনা আক্রান্ত  ছিলেন। পরে চতুর্থ দফায় গত ১৮ নভেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হলে ফের করোনা পজিটিভ দেখায়।