সয়াবিন তেলের দাম লিটারে কমল ৫ টাকা
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা করে কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী এক লিটার বোতলজাত করা তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৭ টাকা। যা বর্তমানে ১৯২ টাকায় বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সয়াবিন তেল এক লিটারের বোতল ১৮৭ টাকা। পাঁচ লিটারের বোতল ৯০৬ টাকা, যা এখন আছে ৯২৫ টাকা।
আর এক লিটার লুজ তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা। যার বর্তমান দাম ১৭২ টাকা। আর পাম সুপার খোলা লিটার প্রতি দাম ঠিক করা হয়েছে ১১৭টাকা। যার বর্তমান দাম ১২১ টাকা।
যদিও অভিযোগ আছে বর্তমানে যে দাম আছে দোকানে সে মূল্যে তেল কিনতে পারছেন না ভোক্তারা।