অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বগুড়ায় বাসচাপায় ভটভটির ৩ যাত্রী নিহত

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার  

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় ভটভটির (নসিমন) যাত্রী একটি বেসরকারি কোম্পানির বিপণন ব্যবস্থাপকসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্ত নাদের হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, রংপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভটভটিকে (নসিমন) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী প্রাণ কোম্পানির বিপণন ব্যবস্থাপক শেরপুর শহরের কর্মকার পাড়ার বাসিন্দা গোপাল সরকার (৩২), শাহজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকার নাঈম (২৬) ও  শেরপুর উপজেলার শেরুয়া গড়ের বাড়ি এলাকার খেজু প্রামাণিকের ছেলে আল আমিন (৩২) নিহত হন। 

শেরপুর থানার পুলিশ পরিদর্শক লাল মিয়া (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক-হেলপার পালিয়ে তাদের কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও বাসটি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।