আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি ফজলুর রহমান চৌধুরী
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী।
গত ১ ডিসেম্বর থেকে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি যমুনা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার ছিলেন। যমুনা ব্যাংকের আগে তিনি ওয়ান ব্যাংকে অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফজলুর রহমান চৌধুরী ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ২৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। যমুনা ব্যাংকে কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান, বিনিয়োগ মূল্যায়ন, সাসটেইনেবল ফাইন্যান্সসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শাখা ব্যবস্থাপক হিসেবে রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং বিভিন্ন পেশাগত পুরস্কার অর্জন করেছেন।
ব্যাংকিং ক্যারিয়ার বিশেষ করে ক্রেডিট এবং মার্কেটিং কার্যক্রমে রয়েছে তার অভিজ্ঞতা। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।